Wellcome to National Portal
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মেরিন ড্রাইভ রোড ও টেকনাফ এর চিরহরিৎ বন
বিস্তারিত

 

মেরিন ড্রাইভ রোড:

কক্সবাজার ভ্রমনের সবচেয়ে আকর্ষণীয় হলো মেরিন ড্রাইভ রোড। এই রোডের এক পাশে সমুদ্র সৈকত আর অন্যপাশে পাহাড় বেয়ে ঝর্ণার ধারা বইছে। বিশাল বিস্তৃত সৈকত, ইনানী পাথুরে সৈকত ও জেলেদের সাগরে মাছ ধরা উপভোগ করা যায় মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে। কক্সবাজার থেকে খোলা জিপ, মাইক্রোবাস বা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোড হয়ে যাওয়া যাবে হিমছড়ি ও ইনানী। আর যেতে যেতেই দেখা যাবে পাহাড়, সাগর আর ঝর্ণার চোখ জুড়ানো দৃশ্য। এছাড়া যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লে বসে পড়া যাবে কোন রেস্টুরেন্টে। মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্থানে রয়েছে দারুণ সব রেস্টুরেন্ট। সব মিলেয়ে দারুণ উপভোগ্য।

 

টেকনাফ এর চিরহরিৎ বন:

পূর্বে পাহাড় আর পশ্চিমে সমুদ্র, মাঝখানে চিরহরিৎ বন। টেকনাফ গর্জন ফরেস্ট নামে খ্যাত চির সবুজ এই বন পর্যটকদের খুবই আকর্ষণ করে। কক্সবাজার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে জাহাজপুরা নামক জায়গায় অবস্থিত এই বনে মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানী ও মনখালি পার হয়ে যেতে হয়। যাবার পথে অনন্যসুন্দর নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে।

 

 

ছবি: অরণ্য শর্মা।